নিজস্ব প্রতিবেদক:
নাটোরে আট মাদকসেবীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার বিকেল পাঁচটার থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত শহরের মল্লিকহাটি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের মাদকদ্রব্যসহ আটক করে র্যাব।
র্যাব-৫, রাজশাহী সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মাসুদ রানা প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার র্যাবের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডারএএসপি মাসুদ রানা এর নেতৃত্বে শহরের মল্লিকহাটি এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে মাদক সংরক্ষণ, বিক্রয় ও প্রকাশ্যে মাদক সেবনকরার অপরাধে পাঁচগ্রাম গাঁজা সহ শহরের উত্তর বড়গাছা এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে দুলু হোসেন (৪০), গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার দুর্গা গোপালপুর গ্রামের মৃত জহিরুল ইসলামের ছেলে মিরাজ মিয়া (২৪), নাটোর শহরের চৌধুরী বড়গাছা এলাকার নুরুন্নবীর ছেলে মারুফ খান(২৩), একই এলাকার আব্দুল মালেকের ছেলে শরিফুল ইসলাম (২০), উত্তর বড়গাছা হাফ রাস্তার দাদন মিয়ার ছেলে নয়ন(২২), দক্ষিণ পটুয়াপাড়া মাদ্রাসা মোড় এলাকার এমএ মজিব (মজনু)র ছেলে এএসএম তারিকুল ইসলাম (সবুজ) (২৯), রামাইগাছি এলাকার মৃত শাজাহান দেওয়ানের ছেলে মোতালেব দেওয়ান (৫৫), দক্ষিণ পটুয়াপাড়া এলাকার মৃত শুকুর আলীর ছেলে আমিরুল হক (৬২)কে হাতেনাতে আটক করাহয়।
এসময় তারা উপস্থিত লোকজনের সামনে মাদক সেবনের কথা প্রকাশ্যে স্বীকার করে। পরে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …