সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / নাটোরে আজ ‘নারদ বার্তা’র প্রতিনিধি সম্মেলন

নাটোরে আজ ‘নারদ বার্তা’র প্রতিনিধি সম্মেলন

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের স্বনামধন্য অনলাইন পোর্টাল ‘নারদ বার্তা’র(www.naradbartabd.com) আজ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার সকাল ১০টায় শহরের সাহারা প্লাজায় ‘নারদ বার্তা’র নির্বাহী সম্পাদক ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি’র সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল।

উক্ত প্রতিনিধি সম্মেলনে ‘নারদ বার্তা’র সকল নিজস্ব প্রতিনিধিসহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি এবং জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক উত্তরবঙ্গবার্তার সম্পাদক মালেক শেখ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক ও দৈনিক নাটোরের খবর এর সম্পাদক আকরামুল ইসলাম, নারদ বার্তা’র সম্পাদক ও ডিবিসি নিউজের নাটোর প্রতিনিধি পরিতোষ অধিকারী এবং নারদ বার্তা’র বার্তা সম্পাদক সৈয়দ মাসুম রেজা।

এছাড়াও সম্মানিত হিসেবে উপস্থিত থাকবেন নাটোর প্রেসক্লাবের প্রাক্ত সভাপতি রনেন রায়, বর্তমান সভাপতি জালাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক বাপ্পি লাহিড়ী।

উল্লেখ্য, নাটোর জেলার ৬টি উপজেলা এবং উত্তরবঙ্গের ৫টি জেলার প্রতিনিধিদের নিয়ে বিকেল ৪টা পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …