নিজস্ব প্রতিবেদক:
নাটোরে করোনা আক্রান্ত হয়ে দুইজন মারা গেলেও নতুন করে সনাক্ত হয়েছে ১৮৩। সোমবার সকালে সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত হয়ে নাটোরে সদর হাসপাতালে ২জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ১৮৩ জন আক্রান্ত হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৭৬ জনের। পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার ২৭.০৭ শতাংশ। গতকালের চেয়ে ১ শতাংশ কম। এ পর্যন্ত মোট আক্রান্ত ৪২৮৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯৫১ জন। সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছেন ৮২ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২২৭৪ জন। মোট মৃত্যু ৬২ জন।
এদিকে সকাল থেকেই কঠোর লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনী বিজিবি র্যাব পুলিশ এবং জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে। তবে বিগত চার দিনের থেকে আজ সকাল থেকেই লোকজনের বাইরে বের হওয়ার প্রবণতা বেশি দেখা গেছে।
আরও দেখুন
নাটোরে যাত্রীবাহী বাস থেকে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকা সহ ৫ জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,নাটোরে যাত্রীবাহী বাস থেকে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকা সহ ৫ জনকে গ্রেফতার …