শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে আজও জেলা প্রশাসনের কঠোর অভিযান পরিচালিত

নাটোরে আজও জেলা প্রশাসনের কঠোর অভিযান পরিচালিত

নিজস্ব প্রতিবেদকঃ
কোভিড-১৯ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার উদ্দেশ্যে জেলা প্রশাসন নাটোরের চলমান অভিযান আজও কঠোর ভাবে পরিচালিত হয়। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় ইউএনও, এসি (ল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত ১৭ টি মোবাইল কোর্টে গণজমায়েত করা, বিনা প্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করা ও নির্দেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা সহ বিভিন্ন অপরাধে ৩০ জন ব্যক্তিকে সর্বমোট ৩৬,০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া সদর উপজেলার পীরগঞ্জ হাট ও চাঁদপুর হাট দুইটি বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিভিন্ন স্থানে গরীব দুঃস্থ মানুষের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। নাটোরবাসীকে করোনামুক্ত রাখার জন্য প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। তাই প্রশাসনকে সার্বিক সহায়তা করার জন্য সকলকে ঘরে থাকতে অনুরোধ করা হয়।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …