নিজস্ব প্রতিবেদক:
নাটোরে আগ্নেয়াস্ত্রসহ সিজান (২৩) নামের এক যুবককে আটক করেছে র্যাব। গতকাল মঙ্গলবার রাত দশটার দিকে সদর উপজেলার তোকিয়া হামজা ফিলিং স্টেশনের সামনে থেকে ১ টি বিদেশী পিস্তল, ২টি ওয়ান শুটারগান ও ২টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলিসহ সিজানকে আটক করা হয়। আটক সিজান রাজশাহী জেলার চারঘাট উপজেলার শ্রীখন্ডি দক্ষিণপাড়ার মানিকের ছেলে।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গতকাল ২৬ জুলাই রাত দশটার দিকে নাটোর জেলার সদর থানাধীন তোকিয়া বাজার হামজা ফিলিং স্টেশনের পশ্চিম কোণে নাটোর টু রাজশাহী গামী মহাসড়কের উপর এলাকায় অপারেশন পরিচালনা করে।
এসময় টি বিদেশী পিস্তল, ২টি ওয়ান শুটারগান ও ২টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলিসহ সিজানকে আটক করা হয়। ধৃত অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
