সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে আটক করেছে র‌্যাব

নাটোরে আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে আটক করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে আগ্নেয়াস্ত্রসহ ইসমাইল হোসেন নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। রবিবার রাত এগারোটার দিকে শহরের বন বেলঘড়িয়া এলাকার মধ্যপাড়া থেকে তাকে একটি ওয়ান শুটার গানসহ আটক করা হয়। আটক ইসমাইল একই এলাকার মৃত মোজাহার মণ্ডলের ছেলে র‌্যাব-৫, রাজশাহী সিপিসি-২, নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি রাজিবুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি অপারেশন দল রাত এগারোটার দিকে বনবেলঘরিয়া এলাকার মধ্যপাড়া গ্রামে ইসমাইলের বাড়িতে অভিযান পরিচালনা করে।

এ সময় তার বাড়ি থেকে ওই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসমাইল হোসেন এই অস্ত্র বিক্রয়ের জন্য নিজের কাছে রেখেছিল বলে জানায়। এ ব্যাপারে নাটোর সদর থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়েরের পর ইসমাইলকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …