নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে আখ চাষী সম্মেলন অনুষ্ঠিত

নাটোরে আখ চাষী সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে আগাম আখ রোপন, আখের অন্তর্বর্তীকালীন পরিচর্যা ও মাড়াই কলে আখ মাড়াই নিরুৎসাহিত করণ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৫ আগস্ট মঙ্গলবার বেলা এগারটার দিকে নাটোর সুগার মিলস মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। নাটোর সুগার মিলস এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোঃ আবু বক্কর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের উপসচিব মোস্তাক আহমেদ। এছাড়াও বক্তব্য রাখেন জিএম(কৃষি) ফেরদৌসুল আলম, আখ নাটোর চাষী সমিতির সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিন সরকার, কেন্দ্রীয় আখ চাষী সমিতির সহ সভাপতি মোসলেম উদ্দিন প্রামাণিক, নাটোর সুগার মিলস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ আলী এবং সাধারণ সম্পাদক মনছুর রহমান, প্রমূখ।

আখ চাষীদের বক্তব্যে তারা জানান, কৃষকরা আখ চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন। যেহেতু কর্পোরেশন তাদের পাওনা টাকা সময়মত পরিশোধ করেন না। এছাড়াও নানা হয়রানির অভিযোগ করেন তারা। এ ব্যাপারে উপসচিব মোস্তাক আহমেদ কৃষকদের সকল সমস্যার কথা শুনেন এবং সেটি মন্ত্রণালয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস প্রদান করেন।

আরও দেখুন

বাগাতিপাড়ায় ৪১ বছর পর হাসপাতালে প্রথম সাপে কাটা রোগীর চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক: বাগাতিপাড়া (নাটোর) নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ৪১ বছর পর অ্যান্টিভেনম প্রয়োগের …