নিজস্ব প্রতিবেদক:
নাটোরে আখচাষী ও শ্রমিক কর্মচারীর পাওনা পরিশোধ, মিলকে বি-রাষ্ট্রীয়করণ থেকে মুক্ত, আখের মূল্য বাড়ানোসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে জাতীয় শ্রমিক ফেডারেশন ও নাটোর চিনিকল আখচাষী সমিতি। বুধবার বেলা এগারোটার দিকে সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে নাটোর প্রেসক্লাবের সামনে সমবেত হয়। পরে সেখানে নাটোর চিনিকল আখচাষী সমিতির সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন উত্তরবঙ্গ চিনিকল আখচাষী আন্দোলনের সভাপতি ইব্রাহিম খলিল, জাতীয় শ্রমিক ফেডারেশন নাটোর চিনিকল শাখার সভাপতি মিজানুর রহমান মিজান, উত্তরবঙ্গ চিনিকল আখচাষী আন্দোলনের সাধারণ সম্পাদক সুকমার রায়, শ্রমিক নেতা সাইফুল ইসলামসহ অন্যান্যরা। এসময় বক্তারা আখচাষী ও মিলের শ্রমিক কর্মচারীর পাওনা টাকা পরিশোধ, জাতীয় সম্পদকে বি-রাষ্ট্রীয়করণ থেকে মুক্ত, আখের মূল্য বাড়ানোসহ ৫ দফা দাবি তুলে ধরেন। পরে তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …