রবিবার , এপ্রিল ১৩ ২০২৫
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নাটোরে আক্রান্ত এলাকা লক্ড ডাউন: কোভিড-১৯ পজিটিভ ৮জনের ১জন মৃত, ৭জনই সুস্থ

নাটোরে আক্রান্ত এলাকা লক্ড ডাউন: কোভিড-১৯ পজিটিভ ৮জনের ১জন মৃত, ৭জনই সুস্থ

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে কোভিড-১৯ উপসর্গ নিয়ে মারা যাওয়া ১ ব্যক্তিসহ আরও ৭ জনের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ হওয়ায় আক্রান্ত এলাকাসমূহ ইতোমধ্যেই লক্ড ডাউন নিশ্চিত করা হয়েছে। আইইডিসিআর থেকে প্রাপ্ত মেইলে আক্রান্তদের পরিচয় নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট এলাকায় ছুটে গেছেন উপজেলা নির্বাহী অফিসার ও সংশ্লিষ্ট এলাকাসমূহের পুলিশ প্রশাসন।

জেলার সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পৌরসভাসহ আক্রান্ত এলাকাসমূহ, নাটোর সদর উপজেলার ছাতনী এবং গুরুদাসপুরের নাজিরপুর এখন লক্ড ডাউন। সকাল থেকে লক্ড ডাউন এলাকাসহ পুরো জেলাজুড়ে প্রশাসন কঠোর অবস্থান নেবে বলে জানা গেছে। এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা সকালে মিডিয়ার মাধ্যমে নাটোরবাসীকে জানানো হতে পারে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

এদিকে নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানোর সময় থেকে আইসোলেশনে থাকার কারণে পজিটিভ ফলাফল আসা ৭জনই সুস্থ আছেন। তবে তাদের শরীরে করোনার কোন উপসর্গ ছিল না। অনেকের প্রাতিষ্ঠানিক এবং হোম কোয়ারেন্টাইনের মেয়াদ অনেক আগেই শেষ হয়। অপর একজন আগেই করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। মারা যাওয়ার পর তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়।

এদিকে, করোনায়

আরও দেখুন

ঈশ্বরদীতে এসএসসি-৭০ ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক পাবনা ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বন্ধু মানে সুখ-দুঃখের এক মজবুত ভরসা, চরম বন্ধুর পথে এগিয়ে চলার অনুপ্রেরণা। …