নিজস্ব প্রতিবেদক:
নাটোরে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত বর্তমান চেয়ারম্যান ওসমান গনী ভুঁইয়ার মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম। তিনি সংবাদ সম্মেলনে দাবি করেন, ওসমান গনি ভুঁইয়া ভুয়া মুক্তিযোদ্ধা পরিচয়ে মনোনয়ন পেয়েছেন। তিনি এবং তার পরিবারের সদস্যদের অত্যাচারে অতিষ্ঠ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মীরা।
তিনি আরো জানান, ওসমান গনি এলাকায় প্রচার করছে ৫০ লক্ষ টাকা দিয়ে মনোনয়ন পেয়েছেন। এ সময় বড় হরিশপুর ইউনিয়ন এর সকল ওয়ার্ডের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতৃবৃন্দ জানান, ওসমান গনি ভূঁইয়ার মনোনয়ন প্রত্যাহার করা না হলে সবাই একযোগে পদত্যাগ করবেন।
এ ব্যাপারে ওসমান গনি ভূঁইয়ার বক্তব্য জানার জন্য তাকে তার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্ট করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
