নিজস্ব প্রতিবেদক:
নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলুকে জামিন না দিয়ে জেলহাজতে প্রেরণের প্রতিবাদে মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আজ ২৭ জুলাই বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে শহরের কান্দিভিটা অবস্থিত জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। প্রতিবাদী বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য ৩ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মিঠুন আলীর কব্জি কেটে নেয়া মামলায় আজ আদালতে এজাহার ভুক্ত চারজন জামিন প্রার্থনা করলে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলুর জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …