সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে আওয়ামী লীগের উদ্যোগে মহান মে দিবস পালিত

নাটোরে আওয়ামী লীগের উদ্যোগে মহান মে দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান মে দিবস উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে সকাল দশটার দিকে নাটোর জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় কান্দভিটুয়ায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখান থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে শ্রমিকলীগ নাটোর জেলা শাখার সভাপতি মুঈনুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর -৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুরে) আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র উমা চৌধুরী আওয়ামী লীগ নেতা সৈয়দ মোর্তজা আলী বাবলু প্রমুখ।

জাতীয় শ্রমিক লীগ নাটোর জেলা শাখার আয়োজনে আলোচনা সভায় এবং রেলিতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ-যুবলীগ মহিলা আওয়ামী লীগ-ছাত্রলীগ কৃষক লীগ সহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …