মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে আওয়ামীলীগ কর্মীদের বাধায় বিএনপির পদযাত্রা ভন্ডুল

নাটোরে আওয়ামীলীগ কর্মীদের বাধায় বিএনপির পদযাত্রা ভন্ডুল

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে আওয়ামীলীগ কর্মীদের বাধায় বিএনপির কেন্দ্র ঘোষিত পদযাত্রা ভন্ডুল হয়েছে। আজ ১৯ জুলাই শনিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯ টার দিকে পদযাত্রার আয়োজন করে জেলা বিএনপি। পদযাত্রায় অংশগ্রহণ করতে নেতাকর্মীরা জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় আলাইপুরে আসতে শুরু করে।

এর আগে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন থাকলেও আওয়ামীলীগের নেতাকর্মীরা জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে অবস্থান গ্রহণ করে মিছিল এবং শোডাউন শুরু করে। এতে অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে পদযাত্রা কর্মসূচি বাতিল করে জেলা বিএনপি। বিএনপি’র নেতারা অভিযোগ করে বলেন, পদযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করতে আসা নেতাকর্মীদের বিভিন্ন স্থানে বাধা প্রদান করে সন্ত্রাসী।

নাটোর সুগার মিলস এর সামনে কাফুরিয়া ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও কাফুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদকে পিটিয়ে হাত পা ভেঙ্গে দেয় সন্ত্রাসীরা। এ সময় তার সাথে থাকা আরও দুজন কর্মীকে পিটিয়ে এবং কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা।

জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ফরহাদ উদ্দিন দেওয়ান শাহীন জানান, নাটোরের বিভিন্ন স্থান থেকে কর্মসূচিতে অংশগ্রহণ করতে আসা ৫০-৬০ জন নেতাকর্মী আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …