নিজস্ব প্রতিবেদক:
নাটোর শহরের আওয়ামীলীগ অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ ৩ ডিসেম্বর রবিবার ভোর চারটার দিকে শহরের ২নং ওয়ার্ডের ভবানীগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান আজ ভোর চারটার দিকে হঠাৎ করেই ওয়ার্ড আওয়ামী লীগের অফিসের ভিতরে আগুন দেখতে পেয়ে তারা নিজেরাও পানি দিয়ে আগুন নেভানো চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুন লেগেছে তা তারা জানাতে পারেনি।
পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল জানান, বিএনপি জামায়াতের ডাকা গণবিরোধী অবরোধের সফল করতে এবং আতঙ্ক সৃষ্টির জন্য, নাশকতার জন্য এই অগ্নিসংযোগের ঘটনা ঘটাতে পারে। তাদের এই প্রচেষ্টা কোনভাবেই সফল হতে দেওয়া হবে না।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দিন আহমেদ এবং ফায়ার সার্ভিস জানায় , বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। তবে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। একটি কোনায় সামান্য অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার সাথে সাথে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলে। তবে এ বিষয়ে আরো তদন্ত করে দেখা হচ্ছে।