সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে আইপি ইস্যুতে ইউনিয়ন পরিষদের সাথে আদিবাসীদের সভা অনুষ্ঠিত

নাটোরে আইপি ইস্যুতে ইউনিয়ন পরিষদের সাথে আদিবাসীদের সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে নলডাঙ্গায় আইপি ইস্যুতে ইউনিয়ন পরিষদের সাথে তৃণমূলের আদিবাসীদের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ইন্সটিটিউট ফর ইনভাইরনমেন্ট এন্ড ডেভোলপমেন্ট’ এর আয়োজনে নলডাঙ্গা উপজেলার ৫নং বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন পরিষদে আইইডি’র নাটোর জেলার আইপি ফেলো কালিদাস রায়ের সঞ্চালনায় এবং জাতীয় আদিবাসী পরিষদের নলডাঙ্গা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নন্দলাল সরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন।

এসময় অন্যান্যের মধ্যে এনএনএমসি’র উপজেলা অ্যাডভোকেসী প্লাটফর্মের সভাপতি রানা আহমেদ, জাতীয় আদিবাসী পরিষদের উপজেলা শাখার উপদেষ্টা সুনীল দাস, সাংগঠনিক সম্পাদক যাকারিয়া হাসদা, ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেম্বার মোজাম্মেল হক, প্রবীণ আদিবাসী নেতা যাকারিয়া হেমব্রম প্রমূখ। সভায় আদিবাসী জনগোষ্ঠীর লোকজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে স্ট্যান্ডিং কমিটিতে আদিবাসীদের অগ্রাধিকার দেওয়াসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবি জানান।

এছাড়া আদিবাসীদের দাবির সাথে সহমত পোষণ করে বক্তব্য রাখেন চেয়ারম্যান জালাল উদ্দিন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …