সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে আইনজীবী সমিতির নির্বাচনে টগর-পারভেজ পরিষদের পক্ষে মত বিনিময় সভা

নাটোরে আইনজীবী সমিতির নির্বাচনে টগর-পারভেজ পরিষদের পক্ষে মত বিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:
আগামী ২৫শে ফেব্রুয়ারি নাটোরে আইনজীবী সমিতির নির্বাচনে টগর-পারভেজ পরিষদের পক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে আইনজীবী সমিতির মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নাটোর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কর্তৃক মনোনীত টগর-পারভেজ পরিষদের পক্ষে মত বিনিময় সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাটোর জজ কোটের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, সহ-সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জলি, সহ-সভাপতি অধ্যাপক শামসুল ইসলাম প্রমুখ। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক

এ্যাডভোকেট মালেক শেখ এই মতবিনিময় সভায় সঞ্চালনা করেন। সভায় প্রধান অতিথি টগর-পারভেজ পরিষদে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …