শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে আইনজীবীকে বেয়াদব বলার প্রতিবাদে আদালত বর্জন

নাটোরে আইনজীবীকে বেয়াদব বলার প্রতিবাদে আদালত বর্জন

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে এজলাসে বসে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমান সরদার এক আইনজীবীর সাথে অশোভন আচরন করার প্রতিবাদে আদালত বর্জন করেছে আইনজীবী সমিতি।

সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে এই ঘটনা ঘটে।  এনিয়ে আইনজীবীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, সোমবার দুপুর ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমান সরদারের আদালতে একটি অস্ত্র মামলার শুনানী চলছিল।  শুনানীর এক পর্যায়ে  বিচারক আইনজীবী সাইদুর রহমান সৈকতকে বেয়াদব বলে গালি দেন।  এতে কক্ষে থাকা আইনজীবীরা হতবাক হয়ে যান।  এ নিয়ে তাৎক্ষণিক ভাবে এজলাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় বিচারক আদালত ত্যাগ করে তার খাস কামরায় চলে যান।  পরে ফিরে আসলেও আইনজীবীরা আর কোন মামলার শুনানীতে অংশগ্রহণ করেননি।

আইনজীবী সাইদুর রহমান সৈকত জেলা আইনজীবী সমিতিকে বিষয়টি অবগত করলে তাৎক্ষনিক ভাবে বিচারক আব্দুর রহমান সরদারের আদালত বর্জন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্তের পর বিচারক একাই মামলার শুনানী করে বেলা আড়াইটার দিকে এজলাস থেকে নেমে চলে যান।

এ বিষয়ে নাটোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রসাদ তালুকদার বলেন, আইনজীবীর সাথে অশোভন আচরণে জন্য নিন্দা জানাচ্ছি। একজন বিচারক এজলাসে বসে আইনজীবীর সাথে কোনো অশোভন আচরণ করতে পারেন না।  
বিষয়টি জানার পর তাৎক্ষণিক ভাবে জেলা ও দায়রা জজ আদালতের বিচার কার্যে অংশগ্রহন না করার সিদ্ধান্ত গ্রহন করেছি। এই আদালত বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে কিনা, সে বিষয়ে আগামীকাল মঙ্গলবার সমিতির সভায় সিদ্ধান্ত গৃহীত হবে।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …