নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে অবৈধ অস্ত্র সংরক্ষণ সহ নিজ হেফাজতে রাখার মামলায় মশিউর রহমান নামে এক যুবককে ১০ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন এই রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত মশিউর রহমান বড়াইগ্রাম উপজেলার লক্ষীপুর নন্দীপাড়া এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে।
মামলা সুত্রে জানা যায়, ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারী রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মশিউর রহমানের বাড়ীতে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে মশিউরের বাড়ীর ছাদে লুকানো অবস্থায় একটি লোহার তৈরি শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার সহ মশিউরকে গ্রেফতার করা হয়। পরে মশিউরের বিরুদ্ধে অবৈধ অস্ত্র সংরক্ষণ ও নিজ হেফাজতে রাখার দায়ে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহণ শেষে আদালতের বিচারক মশিউর রহমানকে ১০ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেন।
আরও দেখুন
সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের
নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …