রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জাতীয় / নাটোরে অস্ত্র ও মাদক সহ দুইজনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, মোটরসাইকেল জব্দ

নাটোরে অস্ত্র ও মাদক সহ দুইজনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, মোটরসাইকেল জব্দ

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে অস্ত্র ও মাদক সহ দুইজনকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। আজ বুধবার দুপুরে শহরের পটুয়াপাড়া এলাকায় মৎস্য ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল, শহরের পটুয়াপাড়া এলাকার সুলতান খানের ছেলে রিয়াজুল ইসলাম অন্তু ও দিঘাপতিয়া পশ্চিম হাগুরিয়া গ্রামের নিরঞ্জন সরকারের ছেলে প্রতিক কুমার সরকার। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপিরচালক মোহম্মদ লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পটুয়াপাড়া মৎস্য ভবনের অভিযান চালায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা।

এ সময় সেখানে মোটরসাইকেলে দাঁড়িয়ে থাকা দুই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের দেহ তল্লাশী করা হয়। তল্লাশীকালে রিয়াজুল ইসলাম অন্তুর কোমড় থেকে একটি চাইনিজ কুড়াল, গুলি ভর্তি একটি রিভলবার ও ২০ পিচ ইয়াবা উদ্ধার এবং তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যাবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। পরে আটককৃতদের মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে নাটোর সদর থানায় সোপর্দ করা হয়েছে।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …