নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়ালো কারা পরিবার। নাটোর জেলা কারাগারের কারারক্ষীসহ সকল কর্মকর্তা-কর্মচারী তাদের রেশনলব্ধ খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন ১০০ অসহায় পরিবারের হাতে।
শনিবার জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ নাটোর সদর উপজেলার একডালা আদিবাসী পল্লী এবং জংলী গুচ্ছগ্রামে ১০০ পরিবারের মাঝে কারা পরিবার প্রদত্ত খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে পরিবার প্রতি ১০ কেজি করে চাল, এক কেজি করে ডাল ও পেঁয়াজ, দুই কেজি আলু, ২৫০ গ্রাম করে রসুন ও আদা। এছাড়াও মাস্ক প্রদান করা হয়।
নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, নাটোর প্রেসক্লাবের সভাপতি মোঃ জালাল উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বলেন, দূর্যোগে-দূর্ভোগে মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে জেলা কারাগারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।
নাটোর জেলা কারাগারের জেলা সুপার আব্দুল বারেক বলেন, উদ্ভুত পরিস্থিতিতে ভবিষ্যতেও আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে।
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …