নিজস্ব প্রতিবেদক, নাটোর:
নাটোরে অভিনব কায়দায় হিরোইন পরিবহন কালে হান্টু মন্ডল (৩৩) নামের একজনকে আটক করেছে র্যাব। আজ ১৬ ডিসেম্বর শুক্রবার রাত্রি সোয়া দুইটার দিকে শহরের বড় হরিশপুর বাস টার্মিনাল এলাকা থেকে তাকে ২১০ গ্রাম হিরোইন সহ আটক করা হয়।
আটক হান্টু মন্ডল রাজশাহী জেলার চারঘাট উপজেলার তাতারপুর ফৌজদারপাড়া এলাকার মেজমান মন্ডলের ছেলে। র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি অপারেশন দল ১৬ ডিসেম্বর শুক্রবার রাত সোয়া দুইটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে অভিনব কায়দায় ডাল ও পাটালি গুড়ের কার্টুনে হেরোইন পরিবহণ কালে ২১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী হান্টুকে আটক করা হয়। এসময় হেরোইন পরিবহনের কাজে ব্যবহৃত ১৪ কেজি ডাল এবং ১৪ পিস পাটালী গুড়ও জব্দ করা হয়। এই ঘটনায় হান্টু মন্ডলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।
আরও দেখুন
নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত করা হয়েছে। এখন হেমন্তকাল। মাঠ …