সোমবার , জানুয়ারি ১৩ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে অভিনব কায়দায় শিশু চুরি

নাটোরে অভিনব কায়দায় শিশু চুরি

নিজস্ব প্রতিবেদক:নাটোর আধুনিক সদর হাসপাতাল থেকে অভিনব কায়দায় একদিনের একটি কন্যা শিশু চুরি হয়েছে। আজ ৯ জুন শুক্রবার বেলা ১১ টার দিকে এই ঘটনা ঘটে। শিশুটির পিতা নলডাঙ্গা উপজেলার খাজুরা মহিষডাঙ্গা গ্রামের মাহফুজুর রহমান পলাশ জানান, গতকাল ৮ জুন বৃহস্পতিবার সকালে তার স্ত্রী হাসনাহেনার প্রসব বেদনা শুরু হলে তাকে মহিষডাঙ্গা গ্রাম থেকে নিয়ে এসে সকাল ৯ টার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান। বেলা ১১ টার দিকে হাসনাহেনা একটি কন্যা সন্তান জন্মদান করেন। আজ সকালে শিশুটি দাদি খাইরুন নাহার এর কোলে ছিল। বেলা এগারোটার দিকে নার্স এর পোশাক পরিহিত এক নারী এসে মাহফুজুর রহমান পলাশের মা খায়রুন নাহারের কাছ থেকে শিশুটিকে ডাক্তার দেখানোর নাম করে নিয়ে চলে যায়। পরে ঐ নার্স ফিরে না আসায় তারা খোঁজ করতে শুরু করেন। পুরো হাসপাতাল চত্বরে সেই নারীর আর কোন খোঁজ পাওয়া যায় না। আজ শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় হাসপাতালে নিয়মিত কোনো চিকিৎসক ছিল না।

হাসপাতালের আবাসিক চিকিৎসক আবু সাইদ জানান, হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে কে শিশুটি চুরি করেছে তা খতিয়ে দেখার জন্যে পুলিশে খবর দেয়া হয়েছে। পুলিশ হাসপাতালের সিসিটিভির ফুটেজ পরীক্ষা করছেন। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি। পেলে সেই মোতাবেক ব্যবস্থা নেব। তবে সিভিল সার্জনের পক্ষ থেকে আমাদের জানানোর পরপরই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

আরও দেখুন

তারুণ্যের উৎসবে লোকনাট্য সমারোহে জনপ্রিয় লোকনাট্য আলকাপ গান মঞ্চস্থ॥ শিল্পীদের দূর্দশা কাটেনি

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,‘আলকাপ’ মূলতঃ অবিভক্ত বঙ্গদেশের লোকসংগীত। অবিভক্ত মুর্শিদাবাদ অঞ্চলের মুসলমান সম্প্রদায়ের নিজস্ব এ লোকসংগীতের চর্চা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *