বৃহস্পতিবার , এপ্রিল ২৫ ২০২৪
নীড় পাতা / আবহাওয়া / নাটোরে অব্যাহত ঠান্ডা আর হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন, সরিষাসহ ফসলের ক্ষতি

নাটোরে অব্যাহত ঠান্ডা আর হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন, সরিষাসহ ফসলের ক্ষতি


নিজস্ব প্রতিবেদক:
নাটোরে অব্যাহত ঠান্ডা আর হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ক্রমাগতভাবে কনকনে ঠান্ডা বাতাসে কাহিল হয়ে পড়েছে মানুষজন। অপরদিকে সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্য্যরে দেখা মিলছে না। ফলে এই ঠান্ডাকে আরো বাড়িয়ে তুলছে। সন্ধ্যা লাগতে না লাগতেই রাস্তাঘাটে মানুষের চলাচল কমে যাচ্ছে। সকালে ঠান্ডার সাথে হিমেল বাতাসের জন্য কৃষক মাঠে কাজে গেলেও ঠিকমত কাজ করতে পারছে না।

এর আগে গুড়িগুড়ি বৃষ্টি আর ঘনকুয়াশার কারনে সরিষাসহ রবি ফসলের ক্ষতি হচ্ছে বলে জানান কৃষকরা। এ ছাড়া পেঁয়াজ আর রসুনেরও পাতা মরে যাচ্ছে। 

আরও দেখুন

আলোচিত দেলোয়ার পাশা অপহরণ মামলায় আরো দুই আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার পাশা অপহরণ মামলায় আরো দুই আসামীকে …