শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে অপ্রতুল ভিজিএফ এবং জিআর বরাদ্দে মেয়রের হতাশা

নাটোরে অপ্রতুল ভিজিএফ এবং জিআর বরাদ্দে মেয়রের হতাশা

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে পবিত্র রমজান উপলক্ষে ভিজিএফ এবং জিআর বরাদ্দে হতাশা প্রকাশ করেছেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী। রবিবার বেলা এগারটার দিকে ভিজিএফ এবং জিআর বিতরণ অনুষ্ঠানের পর এক প্রতিক্রিয়ায় বলেন, নাটোর পৌরসভার ভোটের সংখ্যা ৬৬ হাজারের অধিক।

পক্ষান্তরে নাটোর জেলার অন্যসব পৌরসভার ভোটের সংখ্যা ২৫ হাজার বা তার চেয়ে কম। কিন্তু বরাদ্দ কোন কোন ক্ষেত্রে অন্য পৌরসভায় নাটোর পৌরসভার চেয়ে বেশি। নাটোর পৌরসভার জন্য বরাদ্দ ভিজিএফ কার্ডের সংখ্যা ৪৬২১ টি। পক্ষান্তরে অন্য এ শ্রেণীর পৌর সভার জন্য বরাদ্দ ৪৬২১ টি। জিআর কার্ড সমান সংখ্যক ৪,৬২১ টি।

মেয়র আরো জানান ৬৬ হাজারের অধিক ভোটারের এলাকায় এই সামান্য কার্ড বিতরণ করা কত দূরূহ সেটা বোঝানো সম্ভব না। কার্ড সংখ্যা কম হওয়ার কারণে আমাকে অনেক সময় বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয়। এই কার্ড বরাদ্দের ব্যাপারে জেলা প্রশাসক জানান, এটি শ্রেণী অনুসারে মন্ত্রণালয় থেকে কার্ড বরাদ্দ দেয়া হয়। এখানে জেলা প্রশাসনের কোনো কিছু করার নেই।

আরও দেখুন

নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত করা হয়েছে। এখন হেমন্তকাল। মাঠ …