নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে অপরিকল্পিত ও অপ্রয়োজনীয় ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার জোয়ারী এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জোয়াড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল, আওয়ামী লীগ নেতা দুলাল উদ্দিন প্রামাণিক, শফিকুল ইসলাম দীনু সহ এলাকাবাসীর একাংশ।
এসময় বক্তারা বলেন, বড়াল নদীর উপর নির্মানাধীন ব্রীজটির উত্তর পাশে পায়ে হাঁটা সরু কাঁচা রাস্তা থাকলেও অপর পাশে ব্যক্তি মালিকানাধীন আম বাগান রয়েছে। তারাই সেতু নির্মাণে বাধা দিয়ে এলাকার উন্নয়নকে বাধাগ্রস্থ করছে। ব্রীজটি নির্মাণ করলে এলাকাবাসি উপকৃত হবেন বলে মতামত দেন তারা।
উল্লেখ্য, জোয়ারী এলাকায় ৪২ লাখ টাকা ব্যয়ে অপরিকল্পিত ও অপ্রয়োজনীয় ব্রীজ নির্মাণ শুরু করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। জনদাবী না থাকলেও অপরিকল্পিত ও অপ্রয়োজনীয় ব্রীজটি নির্মাণে সরকারি অর্থের অপচয় হবে এমন আপত্তি জানিয়ে বিভিন্ন দপ্তরে চিঠি দেয় স্থানীয় এক বাসিন্দা। তারই প্রেক্ষিতে সেতুটি নির্মাণ কাজ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
আরও দেখুন
রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে ১৫ভরি স্বর্ণের ও
১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,, নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার পথে পথ …