শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে অনুষ্ঠিত হলো শাস্ত্রীয় সংগীত সন্ধ্যা

নাটোরে অনুষ্ঠিত হলো শাস্ত্রীয় সংগীত সন্ধ্যা

নিজস্ব প্রতিবেদক: নাটোর প্রতিনিধি নাটোরে অনুষ্ঠিত হলো শাস্ত্রীয় সংগীত সন্ধ্যা। আজ ১২ জুলাই শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত দশটা পর্যন্ত সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠানের আমিনুল হক গেদু মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের বর্তমান ও প্রাক্তনী এবং ব্লিস বি ব্যান্ড দলের আয়োজনে এবং প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এই মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক রাবিয়ান এবং নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম। দেবশ্রী অধিকারীর রাগ বাগেশ্রী’র মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে মাইনুল হোসেন, স্বর্ণা চক্রবর্তী সহ অন্যান্য শিল্পীবৃন্দ বিভিন্ন রাগ সংগীত এবং রাগাশ্রয়ী সঙ্গীত পরিবেশন করেন। প্রচুর সংখ্যক শ্রোতা সঙ্গীত উপভোগ করেন।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …