নিজস্ব প্রতিবেদক:
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশের মতো নাটোরেও অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের তৃতীয় দিন চলছে। আজ রবিবারও সকাল থেকে বন্ধ থাকতে দেখা গেছে বাস, ট্রাক ও পণ্যবাহী যান। কোন প্রকার আলোচনা ছাড়াই হঠাৎ করে জ্বালানী তেলের দাম বৃদ্ধি করায় পরিবহন মালিক-শ্রমিকরা এই ধর্মঘট শুরু করেছেন। এদিকে যারা কর্মস্থলে যাবেন তারা পড়েছেন বিপদে।
বড় হরিশপুর বাইপাস, মাদ্রাসা মোড়, দত্তপাড়া, বনপাড়া, কাছিকাটাসহ বিভিন্ন স্থানে গাড়ির জন্য বিভিন্নস্থানে যাতায়াতকারী যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে। বাস না থাকায় তাদের অটোরিক্সা বা সিএনজিতে করে গন্ত্যব্যে যেতে হচ্ছে। এতে করে দ্বিগুণ বা তিনগুণ ভাড়া গুনতে হচ্ছে তাদের। তাই অতি দ্রুত তেলের দাম কমিয়ে এ সমস্যার সমাধান করার দাবী জানিয়েছেন যাত্রী সাধারণ। কারণ তেলের দাম না কমিয়ে ভাড়া বাড়ালে সাধারণ মানুষের পক্ষে যাতায়াত করা কঠিন হয়ে পড়বে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …