রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে অনানুষ্ঠানিক বই বিতরণ শুরু

নাটোরে অনানুষ্ঠানিক বই বিতরণ শুরু


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বিভিন্ন স্কুলে অনানুষ্ঠানিকভাবে বই বিতরণ শুরু হয়েছে। এবারে করোনা সংক্রমনের কারণে বই উৎসব না করে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে বই বিতরণ শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মানতে এবং ভিড় এড়াতে একটি করে শ্রেণী বা শাখা ধরে প্রতিদিন বই বিতরণ করা হচ্ছে।

শুক্রবার সকালে বনলতা বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়ে এই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র উমা চৌধুরী।

এ সময় মেয়র জানান, মাননীয় প্রধানমন্ত্রীর শ্রেষ্ঠ উপহার বিনামূল্যে পাঠ্যপুস্তক বছরের প্রথম দিনেই কোমলমতি শিশুদের হাতে তুলে দিলাম। যদিও এবার আনুষ্ঠানিক ভাবে বই বিতরণ থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। তাই উৎসব করা গেল না, আশা করছি করোনা প্রাদুর্ভাব কেটে গেলে আবারো শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরবে আবারো মুখরিত হবে শিক্ষাঙ্গন।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …