শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে অতিথি পাখির মাংশ বিক্রির অপরাধে একজনের কারাদণ্ড

নাটোরে অতিথি পাখির মাংশ বিক্রির অপরাধে একজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
নাটোরে অতিথি পাখিসহ বিভিন্ন প্রকার দেশীয় পাখির মাংশ দিয়ে কাবাব ও চপ বানিয়ে বিক্রির অপরাধে হাফিজুল ইসলাম নামে একজনের এক বছরের কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শনিবার বিকেলে সদর উপজেলার অর্জুনপুর গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সামছুল আরেফিন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, দীর্ঘদিন ধরে অর্জুনপুর গ্রামে হাফিজুল ইসলাম রাতচোরা, বাঘারি, ঘুঘু, ডাহুক, চাকলা, বালিহাঁস, শামুকখোল, বকসহ অন্তত ৩০ প্রকার পাখির মাংসের চপ বিক্রি করতো। শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। অভিযানে বিপুল পরিমান বক, বালিহাঁস, চড়ুই পাখির মাংশ জব্দ করা হয়।

পরে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ২০১২ সালের ৬ এর ক অনুচ্ছেছদ অনুযায়ী হাফিজুলকে এক বছরের কারাদন্ডাদেশ দেয়া হয়। পাখি সরবরাহকারী ও শিকারীদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।

আরও দেখুন

নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …