নিজস্ব প্রতিবেদক:নাটোরে অটো রিক্সায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে বাবা শুকুর আলী ও ছেলে আমির হামজা শুভর মৃত্যু হয়েছে। আজ রবিবার বিকেলে নাটোর শহরতলীর গুনারীগ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শুকুর আলী ওই এলাকার মৃত গেদনা মিয়ার ছেলে ও শুকুর আলীর ছেলে শহরের শের-ই- বাংলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র আমির হামজা শুভ।
নিহতের পরিবারের সদস্যরা ও স্থানীয়রা জানান, অটো রিক্সা চালক শুকুর আলী তার রিক্সাটি চালানো শেষে বাড়ীতে ফিরে কারেন্টে চার্জ দিতে যায়। এ সময় অসাবধানতা বসত শুকুর আলী বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়। ঘটনাটি তার স্কুল পড়ুয়া ছেলে শুভ দেখতে পেয়ে তার বাবাকে বাঁচাতে গেলে সেও বিদ্যুতায়িত হয়। পরে পরিবারের সদস্যরা এলাকাবাসীর সহযোগীতায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার নিহতদের বাড়ীতে গিয়ে শোক সন্তুপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …