সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার

নাটোরে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

নাটোর সদরের দিঘাপতিয়া ছোট হরিশপুর এলাকার নাটোর বগুড়া মহাসড়কের পাশে ফুলতলা খাদের মধ্যে থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ ৭ মে মঙ্গলবার দুপুর বারোটার দিকে এই মরদেহ উদ্ধার করা হয়। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, এলাকাবাসীর নাটোর সদরের হরিশপুর ইউনিয়নের দিঘাপতিয়া ছোট হরিশপুর এলাকার নাটোর বগুড়া মহাসড়কের ফুলতলা নামক স্থানে খাদ এর ভিতর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে। পরে মরদেহটি ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। মরদেহের পরিচয় সনাক্তের চেষ্টা করছে পুলিশ। তবে এলাকাবাসী জানায়, এই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। কয়েকদিন ধরেই ওই এলাকায় ঘোরাফেরা করছিল। তবে কিভাবে গর্তের মধ্যে পড়ে গেল এবং মারা গেল তা কেউ জানাতে পারেনি।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …