শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের ৮টি পৌরসভা এলাকায় ৭ দিনের লকডাউনের দ্বিতীয় দিন চলছে

নাটোরের ৮টি পৌরসভা এলাকায় ৭ দিনের লকডাউনের দ্বিতীয় দিন চলছে


নিজস্ব প্রতিবেদক:
করোনা সংক্রমণ ও মৃত্যু সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নাটোর ও সিংড়া পৌর এলাকায় তৃতীয় দফা সহ জেলার ৮টি পৌরসভা এলাকায় ৭ দিনের লকডাউনের দ্বিতীয় দিন চলছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে লকডাউন কার্যকর করতে জেলা প্রশাসনের ভ্রাম্যামাণ আদালত ও আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের সদস্যরা মাঠে রয়েছে। সকাল থেকেই জেলার ৮টি পৌর এলাকার প্রবেশদ্বার সহ গুরুত্বপূর্ন মোড় এলাকায় প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

নাটোর পৌরসভা ও সিংড়া পৌরসভা এলাকায় তৃতীয় দফার এবং গুরুদাসপুর, গোপালপুর, বড়াইগ্রাম, বনপাড়া, বাগাতিপাড়া, নলডাঙ্গা পৌর এলাকায় লকডাউনের প্রথম দফার দ্বিতীয় দিনে সকালে জনগনের চলাফেরা কম থাকতে দেখা গেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও ঔষধের দোকান ছাড়া অন্যান্য দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকতে দেখা গেছে।

এদিকে নাটোরে গত ২৪ ঘন্টায় সংক্রমনের হার ৮.১০ শতাংশ কমে হয়েছে ২৮.৮৫ শতাংশ। গতকাল ছিল ৩৬.৯৫ শতাংশ । নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪ জন। ৩০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। বর্তমানে জেলায় মোট আক্রান্ত ৩০৭৪ জন।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …