শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের ৩ ছিনতাইকারী গ্রেফতার ছিনতাইকৃত মালামাল উদ্ধার

নাটোরের ৩ ছিনতাইকারী গ্রেফতার ছিনতাইকৃত মালামাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে অটোরিক্সা ছিনতাই এর অভিযোগে ঈমান আলি (২০), সিদ্দিকুর রহমান (৩৫) ও আব্বাস আলী (৩৮) নামের তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের বিভিন্ন স্থান গ্রেপ্তার করা হয়। বুধবার বিকেলে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্যজানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় ২৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটার দিকে জনৈক ফারুক পাটোয়ারীর ছেলে অটোরিক্সা চালক জুবায়ের হোসেন নিরব(১৬) ২৩ সেপ্টেম্বর বিকেলে তার অটো রিক্সা নিয়ে নাটোর বড় হরিশপুর বাইপাস এলাকায় অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাত এক যাত্রী শহরের রামাইগাছি এলাকায় যাওয়ার কথা বলে রিক্সায় উঠে বসে। রিক্সা নিয়ে হরিশপুর ইউনিয়নের কামারদিয়ার এলাকায় পৌঁছালে ওই যাত্রী হাতুড়ি দিয়ে নিরবের মাথায় আঘাত করে। এতে আহত হয়ে নীরব পড়ে গেলে তার কাছে থাকা একটি স্মার্ট মোবাইল ফোন, ৯ শত টাকা সহ অটো রিক্সা নিয়ে পালিয়ে যায় ওই অজ্ঞাত ব্যক্তি। এই ঘটনায় ২৪ সেপ্টেম্বর ভিকটিমের বাবা ফারুক পাটোয়ারী নাটোর সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর ডিবি পুলিশের একটি দল অভিযানে নামে। অভিযানে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে প্রথমে অভিযুক্ত ঈমান আলি ইমনকে গ্ৰেফতার করে। এসময় তার কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন, ৯ শত টাকা এবং হাতুড়ি জব্দ করা হয়। পরে তার অপর দুই সহযোগী সিদ্দিকুর এবং আব্বাসকে গ্ৰেফতার করে অটোরিকশা ও এর ৪ টি ব্যাটারি উদ্ধার করেন তারা। পরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল সাহায্যতে প্রেরণ করা হয়।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …