রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের ১৫টি ইউনিয়নে উৎসব মুখর ও শন্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু

নাটোরের ১৫টি ইউনিয়নে উৎসব মুখর ও শন্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক:
কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নাটোরের বাগাতিপাড়া এবং লালপুর উপজেলার ১৫টি ইউনিয়নে উৎসব মুখর ও শন্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল ৮ টা থেকে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে শুরু করেছেন। ভোট গ্রহণের শুরুতেই প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

এদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনে নিরাপত্তা বজায় রাখতে বাগাতিপাড়ার ৫ ইউনিয়নের জন্য ২ প্লাটুন বিজিবি এবং লালপুরে ১০ ইউনিয়নের জন্য ৩ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়া প্রতিটি কেন্দ্রে ১৭জন আনসার সদস্য মোতায়েন আছে। মোট ২,৫৫০জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

এছাড়া পুলিশ, র‌্যাব স্ট্রাইকিং ফোর্স হিসাবে টহল দিচ্ছে। পাশাপাশি নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ ভ্রাম্যমাণ আদালত নিয়ে মাঠে অবস্থান করছেন।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …