নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরের হালসায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন

নাটোরের হালসায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন


বিশেষ প্রতিবেদকঃ

নাটোরের হালসা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ইভটিজিং, বাল্যবিয়ে, যৌতুক প্রতিরোধে ওই সচেতনামূলক ক্যাম্পেইন নাটোর জেলার বিভিন্ন স্কুলে অনুষ্ঠিত হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

জানা যায়, ব্র্যাকের সহযোগিতায় ও বিডিএসসি’র আয়োজনে রোববার বেলা ১১টায় ওই ক্যাম্পেইন শুরু হয়। এসময় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের ভিডিও প্রদর্শনসহ শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১০জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। পরে শিক্ষক ও শিক্ষার্থীরা নারী ও শিশুর প্রতি সকল নির্যাতনকে না বলুন ব্যানারের স্বাক্ষরতা অভিযানে অংশ নেন।

ক্যাম্পেইন উপলক্ষে হালসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক , নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিডিএসসি’র নির্বাহী পরিচালক , মজিবুর রহমান মজনু, ব্র্যাক রাজশাহী ডিভিশনাল ম্যানেজার রায়হানুল ইসলাম, সচেতন কর্মসংস্থার নির্বাহী পরিচালক আফরোজা বেগম, নিডার নির্বাহী পরিচালক বিউটি খাতুন, বিডিএসসি’র সমন্বয়কারী ডা. এমএ রউফ, সুপারভাইজার ফয়সাল আহমেদ প্রমূখ।

আরও দেখুন

নাটোরের বড়াইগ্রামে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক: নাটোর প্রতিনিধি নাটোরের বড়াইগ্রামে হেরোইন বহনের দায়ে জুয়েল আলী নামে এক মাদক ব্যবসায়ীর …