শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের হয়বতপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর

নাটোরের হয়বতপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের হয়বতপুর বাজার এলাকায় ট্রাকচাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এর প্রতিবাদে নাটোর ঢাকা মহাসড়ক অবরোধ করে রাস্তায় বসে বিক্ষোভ করছে স্থানীয়রা। এতে রাস্তার দুই পাশে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।

উল্লেখ্য মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত আমির হোসেন (৩০) এলাকার দর্জি দোকানি ও ষোলঘর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দর্জি দোকানি আমির হোসেন হয়বতপুর বাজার থেকে বাড়ি ফেরার সময় নাটোর- ঢাকা মহাসড়কে একটি দ্রুতগামী ট্রাক তার মোটরসাইকেল টিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। তবে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় ড্রাইভারকে আটক করতে না পারলেও ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশ। পরে স্থানীয়রা রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে।

তারা অভিযোগ করেন দীর্ঘদিন থেকে এই মহা সড়কের একটি লেইন বন্ধ থাকায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ঘটছে প্রাণহানি। তারা দ্রুত এ সমস্যার সমাধান চান। পরে প্রশাসনের আশ্বাসে ঘন্টাখানেক পরে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।

আরও দেখুন

তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে:দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,গতানুগতিক রাজনীতির বাইরে তারেক …