নিজস্ব প্রতিবেদক:
নাটোরের স্বেচ্ছাসেবী সংগঠন “উৎসাহ”-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার বেলা এগারটার দিকে শহরের উত্তরাপ্লাজার সামনে এই উপলক্ষে এক রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও নাটোর আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আবুল কালাম আজাদ, “জীবনের প্রয়োজনে আমরা এগিয়ে আসি” এই প্রতিপাদ্য নিয়ে “রক্ত দিন জীবন বাঁচান” রক্ত নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন “উৎসাহ”-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৭ ফেব্রুয়ারি সারা দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাকিব আল বাকী সহ আরো অনেকে।
এ সময় প্রধান অতিথি উমা চৌধুরী জানান, মানুষের জন্য বিনা স্বার্থে কাজ করার লোকের বড় অভাব। এই তরুণরা জীবনরক্ষাকারী উপাদান রক্ত দিয়ে মানুষকে সহযোগিতা করছেন। আমাদের উচিত তাদের পাশে এগিয়ে আসা এবং তাদের উৎসাহ প্রদান করা।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …