মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / নাটোরের সিংড়ায় শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

নাটোরের সিংড়ায় শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
সিংড়ায় নাটোর জেলা ট্রাক, ট্যাংকলরি, ট্রাক্টর ও কাভারর্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন আব্দুল আলিম ও সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন আব্দুল্লাহ আল-মামুন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।

এ নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে মুকুল হোসেন, সহ-সভাপতি পদে জামিল হোসেন খাঁন, সহ-সাধারণ সম্পাদক পদে গোলাম সবুর, অর্থ সম্পাদক পদে আলিফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক পদে ইউসুফ সরদার, দপ্তর সম্পাদক পদে আলমগীর হোসেন, সড়ক সম্পাদক পদে আফগান হোসেন, প্রচার সম্পাদক পদে রবিউল ইসলাম ও কার্যকরী সদস্য পদে রনি মন্ডল, আব্দুল্লাহ আল-মামুন, আঃ করিম বিজয়ী হয়েছেন।

নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়ালী উল্লাহ মোল্লাহ, সহকারি শিক্ষা অফিসার আবুরশত মতিন। ফলাফল ঘোষণা করার সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু, সহকারি পুলিশ সুপার (সিংড়া সার্কেল) জামিল আকতার, সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী, অত্র নির্বাচনের প্রধান কমিশনার আঃ রাজ্জাক প্রমুখ।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …