মঙ্গলবার , নভেম্বর ৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়া / নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় এক শিক্ষক নিহত, আহত ১

নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় এক শিক্ষক নিহত, আহত ১

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
নাটোরের সিংড়ায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটর সাইকেল চালক মিনহাজুর রহমান (৩৫) নামে এক শিক্ষক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো একজন। আহতকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত মিনহাজুর রহমান সিংড়া উপজেলার নিংগন গ্রামের হাবিবুর রহমানের ছেলে ও সিংড়া ১৬৪ নং শিশু কল্যাণ বিদ্যালয়ের শিক্ষক। আজ রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের শেরকোলে এই দুর্ঘটনা ঘটে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সেলিম রেজা ও নিহতের পরিবারের সদস্যরা জানান, রবিবার সকালে মিনহাজুর রহমান ও তার এক সহকর্মি মোটর সাইকেল যোগে বাড়ী থেকে নাটোর শহরের পিটিআই প্রশিক্ষনে যাচ্ছিলেন। পথে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার শেরকোল এলাকার পৌছলে নাটোর থেকে বগুড়া গামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলে থাকা দুইজনই ছিটকে পড়ে সড়কে। পরে ট্রাকের চাকা মিনহাজের ওপর দিয়ে চালিয়ে নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিনহাজুর রহমান মারা যান। অপর আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরও দেখুন

সিংড়ায় কৃষি উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,নাটোরের সিংড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে …