মঙ্গলবার , মার্চ ১৮ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের সিংড়ায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নাটোরের সিংড়ায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় ৯০০ গ্রাম গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলেন, সিংড়া উপজেলার কালিনগর পশ্চিমপাড়া গ্রামের এলাহী প্রামানিকের ছেলে জহুরুল হক (৩০) এবং কুষ্টিয়ার দৌলতপুর থানার মহিষকুন্ডি গ্রামের ফজল মন্ডলের ছেলে রফিকুল ইসলাম (৩০)।

র‌্যাব-৫, সিপিসি-২ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫, সিপিসি-২ এর নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি মাসুদ রানার নেতৃত্বে আজ ৪ জানুয়ারি সোমবার ১২.৪৫ মিনিটে নাটোর জেলার সিংড়া উপজেলার বলিয়াবাড়ি পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৯০০ গ্রাম গাঁজাসহ আসামী জহুরুল ও রফিকুল কে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবসায়ী জব্দকৃত আলামত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।

উপরোক্ত ঘটনায় নাটোর জেলার সিংড়া থানায় মামলা রুজু করা রয়েছে।

আরও দেখুন

নাটোরে সাংবাদিকদের ওপর হামলার মামলায় সাবেক পুলিশ সুপারের জামিন না মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরে ফুটেজ ও ছবি নেওয়ার সময় গনমাধ্যমের ওপর হামলার ঘটনায় সাংবাদিকের দায়ের করা দ্রুত …