বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়া / নাটোরের সিংড়ায় একান্নবিঘা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল অনুষ্ঠিত

নাটোরের সিংড়ায় একান্নবিঘা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের বিলদহর একান্নবিঘা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিলকে কেন্দ্র করে প্রতিষ্ঠান প্রাঙ্গন জুড়ে পোস্টারের ছড়াছড়ি।

আজ কাউন্সিলে ৩য়,৪র্থ ও ৫ম শ্রেনীর মোট ৩৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রার্থীদের নিয়ে ২৭৬জন ভোটারদের আনন্দ আর উল্লাস। প্রতিষ্ঠানের ৬৫০ জন শিক্ষার্থীর যেন উৎসবে পরিনত হয়েছিলো দিনটি। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে ভোটাররা। কাউন্সিলে নির্বাচন কমিশনার,প্রিজাইডিং অফিসার,সহকারী প্রিজাইডিং অফিসারের ভূমিকা ছিলো চোখে পড়ার মত। অপ্রীতিকর ঘটনা এড়াতে শিক্ষার্থীদের মধ্যেই কয়েকজন আইন শৃংখলা বাহিনীর দায়িত্ব পালন করে।

সরেজমিন প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে ভোটাররা। কেউ টোকেন এগিয়ে দিচ্ছে, কেউ ভোটারদের ডাকছে,কেউ পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যস্ত,কেউবা লাইন সোজা করতে কাজ করছে। গোপন কক্ষে ভোট প্রদানের পর ভোটরা নিদিষ্ট ব্যালট বাক্সে ভোট প্রদান করছে। কোন কমতি নেই,ঠিক যেন জাতীয় নির্বাচন চলছে। ঘড়ির কাটাতে দুপুর ১টা বাজার সাথে সাথে ভোট গ্রহণ শেষ। এবার ভোট গণনা শুরু।

কে বিজয়ী হবে এ নিয়ে প্রার্থীদের মধ্যে চিন্তার কোন শেষ নেই। কাউন্সিলে মোট ২৭৬ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করে ২২৬জন এরমধ্যে বাতিল ভোটর সংখ্যা ১৫টি। কার্যকরী ভোটের ১৩১ ভোটে (৩য় শ্রেনী) রেজওয়ানা প্রধান প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়। রেজওয়ানা নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্ষা খাতুন (৫র্থ শ্রেনী) পায় ১২৪ ভোট।এছাড়াও রাফিয়া আমিন,রুবাইয়ারিয়া,গালিব,তাইয়্যেব,শাহরিয়ার, নির্বাচিত হয়।

নির্বাচিত প্রতিনিধিরা বিদ্যালয়ে পরিবেশ,পুস্তক ও শিখন সামগ্রী,স্বাস্থ্য,ক্রীড়া ও সংস্কৃতি,পানি সম্পদ, মিড ডে মিল-বাগান-সমাবেশ,অভ্যর্থনা ও আপ্যায়ন বিষয়ে কাজ করবে। ফলাফল ঘোষণা শেষে নির্বাচিত প্রতিনিধিদের ফুলেল মালা পড়িয়ে বরণ করেন প্রধান শিক্ষক এস এম ফরহাদুল আলম।

এবার চলনবিল শিক্ষা উৎসবে একান্নবিঘা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক পর্যায়ে সেরা প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা লাভ করেছে। এজন্য প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তথ্য প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরও দেখুন

সিংড়ার শুকাশ ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংড়া উপজেলার শুকাশ ইউনিয়নে সেটআপ প্রোগ্রাম (কমিটি গঠন) সম্পন্ন হয়েছে। …