সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের সিংরায় পুকুরের পানিতে ডুবে মামাতো ফুফাতো দুই বোনের মৃত্যু

নাটোরের সিংরায় পুকুরের পানিতে ডুবে মামাতো ফুফাতো দুই বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের সিংড়ায় পুকুরের পানিতে ডুবে মামাতো ফুফাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ ১৩ এপ্রিল শনিবার বেলা ১১ টার দিকে নাটোরের সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের ঢাকঢোর ডাঙ্গাপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো ঢাকঢোর ডাঙ্গাপাড়া গ্রামের ফারুক হোসেনের মেয়ে ফারিয়া আক্তার(৭) এবং ঈদ উপলক্ষে নানার বাড়িতে বেড়াতে আসা নাটোর শহরের তেবাড়িয়া এলাকার সৌদি প্রবাসী রায়হান হোসেনের মেয়ে ফাতেমা(০৭)।

লালোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল ইসলাম শুভ জানান, এলাকাবাসীর দেয়া খবরে তিনি জানতে পারেন, বেলা ১১ টার দিকে উপজেলার লালোর ইউনিয়নের ঢাকঢোর ডাঙ্গাপাড়া গ্রামে ফারুক হোসেনের মেয়ে ফারিয়া এবং রায়হান হোসেনের মেয়ে ফাতেমা সবার অলক্ষ্যে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। এরপর তারা ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। পরে বাড়ির লোকজন পুকুরে তাদের মরদেহ ভেসে উঠতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

উল্লেখ্য ফাতেমা তার নানা ফরিদের বাড়িতে ঈদ উপলক্ষে বেড়াতে আসে। তাদের দুই বোনের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …