নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
সিংড়া পৌরসভার ত্রাণ তহবিলে নগদ ৪ লক্ষ ৭৫ হাজার ২৬৭ টাকা ও ১ লক্ষ টাকা সমমূল্যের বাজার সামগ্রী মজুদ রয়েছে। পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস এর আহবানে সাড়া দিয়ে রবিবার নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী ত্রাণ তহবিলে ৮৩ হাজার ৮৩৮ টাকা পাঠিয়েছেন। বৈশ্বিক মহামারি কোভিড-১৯ করোনাভাইরাসের কারণে সিংড়া পৌরসভার অনেক খেটে খাওয়া,মেহনতি কর্মহীন মানুষদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পৌরসভার ত্রান তহবিলে সহযোগিতা প্রদান করেছেন।
মেয়র জান্নাতুল ফেরদৌস সিংড়া পৌরবাসীর পক্ষ থেকে তাঁদের সবার প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বর্তমানে সিংড়া পৌরসভার ত্রাণ তহবিলে নগদ ৪ লক্ষ ৭৫ হাজার ২৬৭ টাকা ও ১ লক্ষ টাকা সমমূল্যের বাজার সামগ্রী মজুত আছে বলে তিনি জানিয়েছেন। আপনাদের সহযোগিতা দ্রুতই পৌর এলাকার কর্মহীন মানুষদের ঘরে ঘরে পৌঁছে দিবো ইনশাআল্লাহ। করোনাভাইরাস মোকাবেলায় কর্মহীন এসকল মানুষদের সহযোগিতায় সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় সকলকে আন্তরিক ধন্যবাদ।
নীড় পাতা / টপ স্টোরিজ / নাটোরের সিংড়া পৌরসভার ত্রাণ তহবিলে নগদ ৪ লক্ষ ৭৫ হাজার ২৬৭ টাকা ও ১ লক্ষ টাকা সমমূল্যের বাজার সামগ্রী মজুদ
আরও দেখুন
রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে ১৫ভরি স্বর্ণের ও
১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,, নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার পথে পথ …