বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের সিংড়া থেকে হেরোইন সহ আটক ১

নাটোরের সিংড়া থেকে হেরোইন সহ আটক ১

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়া থেকে হেরোইনসহ কামাল উদ্দিন ওরফে কামাল পাশা (৪০) কে আটক করেছে র‍্যাব। গতকাল ৬ ডিসেম্বর মঙ্গলবার রাত এগারোটার দিকে উপজেলার নিংগইন এলাকা থেকে ২১০ গ্রামে হেরোইন সহ আটক করা হয়।

আটক কামাল উদ্দিন রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা থানার নবগঙ্গা এলাকার বদিউজ্জামান এর ছেলে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল কোম্পানি কমান্ডার ফরহাদ হোসেন এবং ডেপুটি কমান্ডার রফিকুল ইসলামের নেতৃত্বে গতকাল ৬ ডিসেম্বর মঙ্গলবার রাত এগারোটার দিকে সিংড়া উপজেলার নিংগইন গ্রামে টিএমএসএস অফিসের সামনে নাটোর-বগুড়া মহাসড়কে একটি মাদকবিরোধী চেকপোষ্ট পরিচালনা করে।

এ সময় একটি মোটরসাইকেল আরোহী কামাল উদ্দিনকে থামিয়ে তার দেহ তল্লাশি করা হয়। দেহ তল্লাশি করে তার কাছ থেকে ২১০ গ্রাম হেরোইন পাওয়া যায়। র‌্যাব আরো জানায়, আটকৃত কামাল উদ্দিন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামালউদ্দিন জব্দকৃত হিরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে এবং পূর্বেও দেশের বিভিন্ন স্থানে হিরোইন ক্রয়-বিক্রয় করেছে বলে জানায়।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …