নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
নাটোরের সিংড়া থেকে ঢাকা ফেরত ১৯ যাত্রী সহ চালক এবং ট্রাক আটক করেছে পুলিশ। শনিবার নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম এলাকা থেকে তাদের আটক করে ঝলমলিয়া হাইওয়ে পুলিশ। তারা সবাই গাজীপুর থেকে ওই ট্রাকে ফিরছিল।
ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজওয়ান আহমেদ জানান, গাজীপুর থেকে একটি ট্রাকে করে সিংড়া উপজেলার হোসেনপুর গ্রামের ১৯ জন যাত্রী আসে। তারা পুলিশের চোখ ফাঁকি দিয়ে ভেতর দিয়ে বিভিন্ন সরু রাস্তা ধরে পালিয়ে চৌগ্রামে আসে।
শনিবার সকাল সাড়ে নয়টার দিকে ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়ির একটি চেক পোস্টে তাদের গাড়ি থামানো হয়। এ সময় ট্রাকের ভেতরে ত্রিপল এর নিচে ১৯জন যাত্রীকে দেখতে পায় পুলিশ। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানুকে জানালে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয় চেয়ারম্যানের ১৯জন যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন এ পাঠানোর নির্দেশ দেন। সেই সাথে ট্রাকের চালক কামরুল ইসলামকে চার হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন। ট্রাক চালক কামরুল ইসলাম পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার সিদ্দিকুর রহমানের ছেলে।
আরও দেখুন
নাটোরে স্ত্রীর সামনে স্বামীকে মারধর ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে এক স্বামীকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে …