শুক্রবার , এপ্রিল ২৫ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের সিংড়া থেকে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

নাটোরের সিংড়া থেকে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, সিংড়া
নাটোরের সিংড়া থেকে ৩ কেজি গাঁজাসহ রফিকুল ও মোজাম্মেল নামে দুইজনকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার সকাল সাতটায় তাদের হাতিয়ান্দহ এলাকা থেকে আটক করা হয়। আটক মজাম্মেল উপজেলার গাজীপুরা গ্রামের মৃত রওশন আলী মণ্ডলের ছেলে এবং মোজাম্মেল লাল গ্রামের মোকসেদ আলীর ছেলে। পেশায় তারা কসাই।

র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসপি রাজিব আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল মঙ্গলবার সকাল সাতটার দিকে হাতিয়ান্দহ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় গাঁজার সংরক্ষণ ও বিক্রয় কালে রফিকুল ও মোজাম্মেলকে ৩ কেজি গাঁজা ও একটি ব্যাটারি চালিত ভ্যান সহ হাতেনাতে আটক করে র‌্যাব।

এসময় তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জনসমক্ষে এই গাজা সংরক্ষণ ও বিক্রির কথা স্বীকার করে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সিংড়া থানায় হস্তান্তর করা হয়।

আরও দেখুন

নাটোরে সাবেক ব্যাংক কর্মকর্তার বাড়ীতে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরে সাবেক ব্যাংক কর্মকর্তা আইয়ুব আলীর বাড়ীতে বাড়ীর সকলকে বেঁধে রেখে ডাকাতির ঘটনা ঘটেছে। …