নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়া থেকে ইয়াবা সহ আব্দুর রহিম (২৬) ও ফরহাদ হোসেন (২৫) নামে ২ যুবককে আটক করেছে র্যাব। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাদের ৩৮৫ পিস ইয়াবা সহ উপজেলার কালিগঞ্জ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক আব্দুর রহিম বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার বেলঘড়িয়া গ্রামের আফসার আলি মণ্ডলের ছেলে, ফরহাদ হোসেন একই জেলা এবং উপজেলার ভাগ বজর এলাকার হেলাল উদ্দিনের ছেলে।
র্যাব-৫, রাজশাহী সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসপি রাজিব আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে একটি অপারেশন দল উপজেলার কালিগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবা সংরক্ষণ ও বিক্রয় কালে আব্দুর রহিম এবং ফরহাদ হোসেন কে ৩৮৫ পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ তিন হাজার পাঁচ শত টাকাসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ওই ইয়াবা সংরক্ষণ ও বিক্রির কথা জনসমক্ষে শিকার করে। পরে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সিংড়া থানায় হস্তান্তর করা হয়।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …