সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের সিংড়া থেকে আগ্নেয়াস্ত্রসহ এক যুবক আটক

নাটোরের সিংড়া থেকে আগ্নেয়াস্ত্রসহ এক যুবক আটক


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়া থেকে আগ্নেয়াস্ত্রসহ সোহান মোল্লা (২৫)নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বিলদহর বাজারের পাশে আনন্দ নগর গ্ৰাম থেকে তাকে আটক করা হয়। আটক সোহান আনন্দ নগর গ্ৰামের হামিদ মোল্লার ছেলে।

র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল উপজেলার বিলদহর বাজার থেকে পিস্তল ও একটি ম্যাগজিনসহ কালিনগর গ্রামের সোহান মোল্লাকে আটক করা হয়।

তিনি আরো জানান,সোহান মোল্লা একজন অস্ত্র ব্যবসায়ী। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে সোহান এর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর সিংড়া থানা হস্তান্তর করে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …