বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের সিংড়া থানার ওসি মিজানুর রহমানকে সকালে ক্লোজ আদেশ বিকেলেই আদেশ বাতিল

নাটোরের সিংড়া থানার ওসি মিজানুর রহমানকে সকালে ক্লোজ আদেশ বিকেলেই আদেশ বাতিল

নিজস্ব প্রতিবেদক:

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি’র গণশুনানীতে নাটোরের সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানের অনিয়মের বিষয়ে অর্ধশত মানুষ অভিযোগ করার একদিনের মাথায় তাকে পুলিশ লাইন্সে ক্লোজ করা হয়েছে। তবে সোমবার সকালে নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম ক্লোজ করার বিষয়টি নিয়মিত রুটিন ওয়ার্ক বলে দাবি করেছেন। এরপর বিকেলে পুলিশ সুপারের স্বাক্ষরিত আদেশে সেই আদেশ বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, রবিবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলার কোর্ট মাঠে স্থানীয় বাসিন্দাদের নানা সমস্যার সমাধানে গণশুনানী করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় অর্ধশত ভুক্তভোগি চাকরি দেয়ার নামে টাকা নেওয়া, চুরি, জমি দখল, মাদকের রমরমা ব্যবসা, সন্ত্রাসীদের হুমকিসহ নানা বিষয়ে প্রতিকার চাইতে থানায় গেলেও ওসির সহযোগিতা পাননা বলে অভিযোগ করেন। ভুক্তভোগিদের সহযোগিতা না করার বিষয় এড়িয়ে ওসি মিজানুর রহমান আইসিটি প্রতিমন্ত্রীকে আইনের ব্যাখা দেয়ার চেষ্টা করেন। ভুক্তভোগিদের সহযোগিতা না করায় আইসিটি প্রতিমন্ত্রী ওসি মিজানুর রহমানের ওপর ক্ষোভ প্রকাশ করেন। এ সময় প্রতিমন্ত্রী যেসব বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোন পদক্ষেপ নেননি সে কৈফিয়ত চান। এবং সেই সাথে সব বিষয়ে দ্রæত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। প্রতিমন্ত্রী এ বিষয়ে রবিবার বিকেলে উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় পুলিশ সুপারকে জানাবেন বলে বলেন। এর পর সোমবারেই তাকে ক্লোজ করা হয়। পরে বিকেলে ক্লোজের সেই আদেশ বাতিল করেন পুলিশ সুপার তারিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে।

আরও দেখুন

সিংড়ার শুকাশ ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংড়া উপজেলার শুকাশ ইউনিয়নে সেটআপ প্রোগ্রাম (কমিটি গঠন) সম্পন্ন হয়েছে। …