সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের সিংড়া ও লালপুরে পৃথক দু’টি স্থানে দু’জনের আত্মহত্যা

নাটোরের সিংড়া ও লালপুরে পৃথক দু’টি স্থানে দু’জনের আত্মহত্যা

বিশেষ প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় কালাচাঁদ(৩০) ও লালপুরে শহিদুল(৫০) নামে পৃথক দু’টি স্থানে দু’জন আত্মহত্যা করেছে। শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে শহিদুল ইসলাম এবং চারটার দিকে কালাচাঁদ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

তাদের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে লালপুরে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের মৃত আফাজ প্রামানিকের ছেলে শহিদুল ইসলাম (৫০)নিজ শোয়ার ঘরে ফ্যানের সাথে রশ্মি দ্বারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তার পরিবার জানায় শহীদুল মানসিক ভারসাম্যহীন ছিল। অপরদিকে শনিবার বিকেল চারটার দিকে সিংড়া উপজেলার মুষ্টিগড় গ্রামের শ্রীদাম প্রামাণিকের ছেলে কালাচাঁদ পাশের বাড়ির রথীন্দ্রনাথ প্রামাণিকের ছেলে খোকন প্রামাণিকের বাড়ির পরিত্যক্ত ঘরের তীরের সাথে লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে আত্মহত্যার কারণ জানাতে পারেনি তার পরিবার।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …